প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৫:২২ পি.এম
নীলফামারীতে পলিথিন মজুদ, ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা
অবৈধ পলিথিন মজুদ করায় নীলফামারীতে এক ব্যবসায়ীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জেলা সদরের নতুন বাবুপাড়া এলাকায় ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
অভিযানকালে ৪৫০কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জরিমানার টাকা তাৎক্ষনিক ভাবে পরিশোধ করেন দোকান মালিক আব্দুর রহিম। এ সময় দোকান মালিককে অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.