• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে ১৩ বছর পর ডাকবাংলো‌ সার্কিট হাউস ঈদগাহ মাঠে প্রধান ফটক নির্মাণ জলঢাকায় ৫০ জন অসহায় নারী পেল পল্লী উন্নয়ন সংস্থার ঈদ উপহার প্যাকেজ

নীলফামারীতে মহানবী (সা.)কে কটুক্তির ঘটনায় একজন গ্রেপ্তার

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১৩০ Time View
Update : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নীলফামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হযরত মোহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা (রা:) সম্পর্কে কটূক্তিমূলক আপত্তিকর পোস্ট করায় সুশান্ত রায় (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোবাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ১৭ মার্চ ‘নীলফামারী অনলাইন শপ’ নামে একটি ফেইসবুক গ্রুপে ইটজ সবুজ নামক আইডি থেকে হযরত মোহাম্মদ (সঃ) এবং হযরত আয়েশা (রা:) নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে গতকাল বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ২টায় সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম. ফয়জুল ইসলাম বলেন,‘ঘটনার পর পরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করে নি। তিনি দেশত্যাগের উদ্দেশ্যে পাশ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় তার অবস্থান লক্ষ্য চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিই করাই ছিল তার মূল লক্ষ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category