নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তিন জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) নীলফামারী ৫৬ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আটককৃতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াদিঘী নন্দ পাড়া এলাকার শ্রী পরিতোষ কুমার রায় (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৩) ও তার মেয়ে বৈষ্ণবী রানী (৩)।
বিজিবি জানায়, আটককৃতরা গত দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে কাজের জন্য ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। বুধবার (১৯ মার্চ) ভারতীয় দালাল চক্রের মাধ্যমে পুনরায় তারা দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০রুপি ও বাংলাদেশী ২৭৮ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
#
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.