আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের শুভলগ্নে আয়োজিত এই মহতী অনুষ্ঠান শুক্রবার (২১ মার্চ) জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি ও জলঢাকার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চের জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চের পৌর আহ্বায়ক আব্দুর রহিম, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়ন।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, এই ইফতার মাহফিল জলঢাকার জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে দলীয় ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান তারা।