আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যেবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফার দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।
রোববার (২৩ মার্চ) দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম,
মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল আজিজ, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন ও উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকদের গ্রেডভুক্ত করে চাকরি স্থায়ীকরণ ও ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন বোনাস পরিশোধ, প্রয়োজনে কেন্দ্র হস্তান্তরের সুযোগ প্রদান, শিক্ষক শিক্ষিকার অবসর অথবা মৃত্যুবরণ করলে এককালীন অর্থ প্রদানের জন্য তহবিল গঠনের দাবী জানান বক্তরা।
উপজেলা মউশিক শিক্ষক কল্যাণের সভাপতি রবিউল ইসলাম বলেন, ফাউন্ডেশনের শিক্ষকদের কোনো ভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়ে যাওয়া যাবে না। আমাদের এই ৫ দফা দাবি আদায় না হলে কাফনের কাপড় পড়ে সারাদেশের শিক্ষকদের নিয়ে ঢাকায় লং মার্চ পালন করা হবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.