আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার : নীলফামারীর জলঢাকায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে আগাম কেনাকাটা। রোববার জলঢাকা পৌর মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের পোশাকের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ক্রেতারা তাদের পছন্দের পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন।
ক্রেতাদের মতে, বাজারে দাম কিছুটা বেশি হলেও নতুন কালেকশন ও পছন্দের পোশাক কিনতে তারা আগেভাগেই বাজারে এসেছেন। অন্যদিকে, ব্যবসায়ীরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, বেচাকেনার পরিমাণ আরও বাড়বে।
এদিকে, ঈদ বাজার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশের টহল বৃদ্ধি ও নজরদারির মাধ্যমে ক্রেতাদের নিরাপদ কেনাকাটার ব্যবস্থা করা হয়েছে।