আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজনে এক বর্ণাঢ্য গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জলঢাকা উপজেলার কৃতি সন্তান আবু সাঈদ লিওনকে জাতীয় নাগরিক পার্টির (এমসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নির্বাচিত করায় তাকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার বিকেলে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়, যেখানে দলীয় নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আবু সাঈদ লিওনের রাজনৈতিক দক্ষতা, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) আরও সুসংগঠিত হয়ে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের একপর্যায়ে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এই মহতী আয়োজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততার প্রতিফলন হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।