মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪শে মার্চ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান। উক্ত ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সূধী ব্যক্তি, আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী, অফিস স্টাফ, ঔষধ কোম্পানির প্রতিনিধি, নার্সবৃন্দ, বে-সরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক বৃন্দ, সনাতনী অতিথি, সিএইচসিপি বৃন্দ, স্বাস্থ্য সহকারী বৃন্দ, সাহায্য কারী ও পোর্টারবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে সংক্ষিপ্ত এই আয়োজন করা হয়েছে। এতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের মাঝে আশার সঞ্চার ঘটিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে সকলের সার্বিক সহযোগিতা ও সহমর্মিতাবোধ আহবান করেন তিনি।
উক্ত ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.