আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ কাজী মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ ধরনের আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বাড়বে।
ইফতার মাহফিলে ধর্মীয় গুরুত্ব ও রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। ইফতারের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।