জুলাই গনঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর নীলফামারীর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছ্বাস রায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনো, ওয়ারিয়র্স অফ জুলাই' জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখপাত্র সিয়াম হোসেন প্রমূখ।
এসময় বক্তারা আহত যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা সুবিধা এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের যথাযথ উদ্যোগ এবং পাশাপাশি, তাঁরা স্থানীয় প্রশাসনসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই যোদ্ধাদের সব রকম সহযোগিতা করার আহ্বান জানান।
সভা শেষে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.