নীলফামারীতে বিনামূল্যে দুইশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা হুমায়রা বিনতে আলী প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান,“২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফসী আউশ ফসলের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।”