মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় পৌরসভার লোড আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫শে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ট্রাফিক মোড় কাাঁচামাল বাজার সংলগ্ন অফিসে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান সর্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এস আলী কোল্ড স্টোরের ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আলমগীর হোসেন,বিএনপি নেতা মানিকুজ্জামান দুদুল ও আব্দুল মান্নান বসুনীয়া মানিক প্রমুখ।
উক্ত লেবার শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং ( রং-৭০) এর নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। উক্ত কমিটিতে আতিয়ার রহমান সর্দ্দারকে সভাপতি ও ছাদিকুল ইসলাম ভ্যাকু'কে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন বাবুলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। বক্তব্যে লেবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদিকুল ইসলাম ভ্যাকু জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আঞ্চলিক শ্রম দপ্তর রংপুর কর্তৃক অনুমোদিত হয়ে জলঢাকায় এই লেবার শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটলো।
সকলের সার্বিক সহযোগিতায় আমরা এ সংগঠনটিকে উন্নয়নের অগ্রগতি হিসাবে সামনের দিকে নিয়ে যেতে পারবো বলে সকলের নিকট দোয়া কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী বলেন, জলঢাকা একটি ব্যস্ততম বানিজ্যিক এলাকা। সুতরাং লেবার শ্রমিক আমাদের জন্য এক অগ্রভূমিকা রাখে তা বলার শেষ রাখে না। আমি উপদেষ্টা হিসাবে এই লেবার শ্রমিক ইউনিয়নের সফলতা কামনা করছি।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.