মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জের দাসপাড়া এলাকায় একই পরিবারের তিন ভাই তাদের নিজ নিজ বাদাম ক্ষেতে সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দিতে গিয়ে কে আগে দেবে আর কে পরে দিবে এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বাঁধে, উক্ত ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার ২৬ মার্চ সকালে ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসীর সুত্রে যানাযায়, বাদাম ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আফজাল মাস্টারের তিন ছেলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, তর্ক বিতর্কের একপর্যায়ে ছোট ছেলে নয়ন ইসলাম (৩০) ধারালো অস্ত্র দিয়ে বড় ছেলে আশরাফুল ইসলাম (৩৫) এর মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশরাফুলের আত্ন চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এসময় মাথায় আঘাতপ্রাপ্ত গুরুতর জখম অবস্থায় আশরাফুলকে এলাকার লোকজন এ্যাম্বুলেন্স যোগে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.