আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ঘাটেরপাড় এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আচার পিণ্ডদান অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় নানা আচার-অনুষ্ঠান পালন করেন।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, পূর্বপুরুষদের আত্মার সদগতি এবং প্রেতযোনি থেকে মুক্তির জন্য পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণত পিতৃপক্ষ (ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ) সময়ে অথবা মৃত্যুবার্ষিকীতে করা হয়। গয়া ও কাশীতে পিণ্ডদানকে সর্বোচ্চ পবিত্র হিসেবে ধরা হয়, যা মহাভারতেও উল্লেখ রয়েছে।
একজন পুরোহিত বলেন,
"পিণ্ডদান শুধু আধ্যাত্মিক চর্চা নয়, এটি পারিবারিক ঐতিহ্যও বহন করে। পূর্বপুরুষদের স্মরণে এই আচার সম্পন্ন করলে পরিবারের কল্যাণ হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়।"
সময়ের পরিবর্তনে পিণ্ডদানের আচারেও কিছুটা আধুনিকতা এসেছে। বর্তমানে অনেকেই অনলাইনে পূজা বুকিং করে ভার্চুয়ালভাবে পিণ্ডদান করাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানও এ ধরনের সেবা দিচ্ছে, যেখানে পরিবারের অনুপস্থিতিতেও পুরোহিতরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রাচীনকাল থেকে প্রচলিত এই ধর্মীয় আচার আজও সনাতন ধর্মাবলম্বীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিকতার ছোঁয়া লাগলেও পিণ্ডদানের মূল দর্শন এখনও অপরিবর্তিত রয়েছে—পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার চিরশান্তি কামনা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.