আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় স্বেচ্ছাসেবী সংস্থা ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল (২৭শে মার্চ) বৃহস্পতিবার সকালে বালাগ্রাম ইউনিয়নের বিজলীর ডাঙ্গা কামিল মাদ্রাসা মাঠে ছওয়াব ফাউন্ডেশন এর উদ্যোগে রমজান উপলক্ষে দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন তালুকদার এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফুড প্যাক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ও নীলফামারীর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর কামারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবির সভাপতি তাজমুল হাসান সাগর, ছওয়াব ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার এস.এম এমদাদুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা, সিনিয়র অফিসার জিয়াউর রহমান, প্রোগ্রাম অফিসার জোবায়ের হোসেন ও ওসমান আলী প্রমুখ।
ছওয়াব ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মনোয়ার হোসেন বাবু'র সঞ্চালনায় ৪শত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৫কেজি আলু, ৫ প্যাকেট লাচ্ছা সেমাই, ৫কেজি ময়দা, ২কেজি মুড়ি, ১লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুশুর ডাল, ১ কেজি চিনি এবং ১কেজি লবন বিতরণ করা হয়। পরে ১শত ৩০জন অতি দরিদ্রকে ৭হাজার টাকা করে যাকাত প্রদান করা হয় এবং সন্ধ্যায় পবিত্র রমাদান মাসের ১ হাজার রোজার মানুষকে ইফতার খাওয়া হয়।
এ বিষয় ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, সোয়াব ফাউন্ডেশন সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে। পবিত্র রমজান মাসে উত্তরাঞ্চলের নীলফামারী জেলাকে আমরা প্রথম স্তরে রেখেছি এবং সেই অনুযায়ী জন কল্যাণ মুলক সেবা প্রদানে সোয়াব বদ্ধপরিকর। এরই ফলশ্রুতিতে জলঢাকা উপজেলার ৪শত সুবিধা ভোগির মাঝে এ সকল খাদ্য সামগ্রি উপঢৌকন বিতরন করা হলো। এছাড়াও ১শত ৩০ জন উপকারভোগির হাতে যাকাত বাবদ নগদ ৭ হাজার করে এবং সন্ধ্যায় ১ হাজার রেজাদার ব্যক্তিকে ইফতার করানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.