আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় আল ইকরা সোসাইটির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজনে “আল-ইকরা কম্পিটিশন সিজন- ২” সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১শত ৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জয়িদ ইমরুল মোজাক্কিন।
তিনি শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এর উদ্বোধনী বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী আল ইকরা সোসাইটি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসিবুল ইসলাম হাসিব।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মহানবী (সা.) এর সিরাতের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী তরুণ বক্তা আব্দুর রহমান সালেহী।
রমজানের শিক্ষা বিষয়ক আলোচনা করেন শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট)এর শাহজালাল। “সূরা আসরের শিক্ষা” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থী আবুল হাসান। ইসলামিক ক্যারিয়ার গাইডলাইন” বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন রংপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি লেকচারার ও এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডা.আমীর আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজমুল হাসান সাগর, রংপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডা. আমীর আজম, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট (পদার্থবিজ্ঞান) এর ইন্সট্রাক্টর আব্দুর রউফ রুবেল ও জলঢাকা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সদস্য এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সাজু প্রমুখ।
তারা সকলেই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, অধ্যবসায় এবং আত্মোন্নয়নের ব্যাপারে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য ৩৫ নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়, যার মাধ্যমে শীর্ষ ১০ জন বিজয়ীকে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এছাড়াও ১৫০ জন শিক্ষার্থীদের সার্টিফিকেট ও সূরা ফাতিহার শিক্ষা বিষয়ক বই উপহার দেয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আল ইকরা সোসাইটি এর আয়োজকের পক্ষ থেকে আবুল হাসান ভবিষ্যতে আরও শিক্ষামূলক ও নৈতিকতা-বর্ধক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।