মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার সার্বিক আয়োজনে গতকাল ২৯শে মার্চ শনিবার সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদল আহবায়ক হারুন অর রশিদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এস.আলী কোল্ড স্টোর এন্ড রাইস মিলের ব্যবস্থাপক পরিচালক আলহাজ্ব সৈয়দ আলী।
যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সাবেক সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মাওলানা মোখলেছুর রহমান, বিএনপি নেতা আহমেদ সাঈদ চৌধুরী ডিটু, খোরশেদ আলম, মানিকুজ্জামান দুদুল প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে জলঢাকা উপজেলার যুবদলের ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।