আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ ২০২৫) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, "দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।"
এ সময় যুবদলের নেতারা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু'র সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন—
নীলফামারী জেলা বিএনপি: সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী, সহ-সভাপতি আহমেদ সাঈদ চৌধুরী (ডিটু), যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম আলো, সদস্য রুহুল আজাদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক আলমগীর ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা: মজলিসে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, উপজেলা আমীর মোখলেছুর রহমান।
জাতীয় নাগরিক পার্টি: প্রতিনিধি মোহাইমেনুর রহমান সানা।
ছাত্রদল: যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন খোকা, জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ শাকিল।
উপজেলা জিয়া পরিষদ: সদস্য সচিব আশিকুজ্জামান দোলন।
পৌর সমবায় দল: সদস্য সচিব মিজানুর রহমান মিজু।
এছাড়াও স্থানীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সংগঠন, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গসহ উপজেলা বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচির আয়োজনের আশ্বাস দেন তারা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.