দীর্ঘ ১৩ বছর পর নীলফামারীর ঐতিহ্যবাহী ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে প্রধান ফটক নির্মাণ করা হয়েছে। পৌরসভার সহযোগিতায় নির্মিত এই ফটকটি ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করেছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর কলিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ফটকের অভাবে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নতুন এই ফটক নির্মাণের ফলে ঈদগাহ মাঠে প্রবেশ আরও সুগম হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম জানান, এই ফটক নির্মাণ ঈদগাহ মাঠের পরিবেশ ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তিনি।