আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: রোজার মহিমায় সিক্ত এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হলো এসএসসি ব্যাচ-২০০১ জলঢাকা, নীলফামারীর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল। “এসো মিলি শিকড়ের টানে, বন্ধুত্বের বন্ধনে”—এই মূলমন্ত্রকে ধারণ করে এক মিলনমেলায় রূপ নেয় এই আয়োজন।
আজ ৩০ মার্চ রবিবার, জলঢাকার জনপ্রিয় ‘ফুডল্যান্ড রেস্টুরেন্ট’-এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ব্যাচ-২০০১-এর সদস্যরা প্রাণবন্ত উপস্থিতি জানান দিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান। বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে সকলেই একত্রিত হন এই আয়োজনে।
ইফতারের পূর্বে ব্যারিস্টার আরিফ হাসান’র দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে দেশ, জাতি ও সকল মুসলমানদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এর পর একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান সবাই।
অনুষ্ঠানে এসএসসি ব্যাচ-২০০১-এর সদস্যরা তাঁদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামীতেও একসঙ্গে থাকার ও সহযোগিতার আশ্বাস দেন। এ ধরনের আয়োজন ব্যাচ-২০০১-এর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে বলে সকলেই আশাবাদী।
সবার প্রাণবন্ত অংশগ্রহণ এবং আন্তরিকতা এই অনুষ্ঠানকে সার্থক ও স্মরণীয় করে তোলে। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এমন একটি আয়োজন সম্ভব হয়েছে বলে আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলার ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।