আল ইকরাম বিপ্লব স্টাফ রিপোর্টার : নীলফামারীর জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক পক্ষ সভা-সমাবেশ আহ্বান করায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফৌজদারি কার্যবিধি ১৯৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।
এই সময় সকল প্রকার অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.