নীলফামারী জেলা শ্রমিক দল ও সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদ উল ফিতরের দিনে দলীয় কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম এবং সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন। তারা দলীয় নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় নেতারা বলেন, ঈদ সবার জন্য আনন্দের দিন। সব বিভেদ ভুলে শ্রমজীবী মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।