আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ পুনর্মিলনী, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) পৌরসভা পেট্রোলপাম্প (সরকারপাড়া), নীলফামারী রোডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, নীলফামারী জেলার সভাপতি মোঃ এমদাদুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন, নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর-রশিদ জোয়াদ্দার এবং জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেনিন।
সভায় মানবাধিকার রক্ষা, অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.