• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন |
Headline :
ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নীলফামারীতে ১৩ বছর পর ডাকবাংলো‌ সার্কিট হাউস ঈদগাহ মাঠে প্রধান ফটক নির্মাণ জলঢাকায় ৫০ জন অসহায় নারী পেল পল্লী উন্নয়ন সংস্থার ঈদ উপহার প্যাকেজ

সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ আনন্দ মুখর পরিবেশে প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রায় লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে পবিত্র ঈদ-উল ফিতরের ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যেবাহী নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাঁ ময়দান ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে।

সোমবার ৩১শে মার্চ সকাল ১০টায় উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁ মাঠে ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
১৭১২ সালে মাত্র ৫ বিঘা জমির ওপর অবস্থিত এ ময়দানে প্রথম ঈদের নামাজ শুরু হয়। বর্তমানে ঈদগাঁ ময়দানটি প্রায় ৫১ বিঘা জমির ওপর অবস্থান করছে। এছাড়াও ঈদগাঁহ মাঠের পাশে বাউন্ডারি ঘেরা একটি কবরস্থান রয়েছে এবং পাশে ৮বিঘা জমির উপর একটি পুকুর রয়েছে।

মাঠটির চতুর্দিকে সরকারি বেসরকারি ফরেস্ট থাকার কারণে মাঠটি বেশ অপূর্ব সৌন্দর্যের রুপ ধারণ করছে। এই ময়দানে নামাজ আদায়ের জন্য মোট ৮২টি কাতার রয়েছে এবং প্রতি কাতারে ৬শত জন মুসল্লী দাড়িয়ে নামাজ আদায় করেন।

মুসল্লী সংখ্যা বেশি হলে মাঠের বাইরেও জায় নামাজ বিছিয়ে মুসল্লীগন নামাজ আদায় করেন। অত্র জেলার মধ্যে সবচেয়ে বড় ঈদগাঁ ময়দান আর একটিও নেই। এই ময়দানটি নীলফামারী ও পঞ্চগড় জেলা সীমান্ত সংলগ্ন এলাকায় হওয়াতে এই মাঠে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা বাদেও প্রায় ৮০টি জামাতের মুসল্লীরাসহ বিভিন্ন স্থানের লোকজন মিলে প্রায় লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যেবাহী সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে প্রায় ৪১ বছর ধরে ঈমামতির দ্বায়িত্ব পালন করে আসছেন মাওলানা মোহাম্মদ তছলিম উদ্দিন।

এবিষয়ে সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানের যুগ্ম সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাত বলেন, প্রতি বছরের তুলনায় এবছরেও অনেক অনেক মুসল্লীদের সমাগমে সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, আমার মনে হচ্ছে আগামী ঈদে এই মাঠে আমরা মুসল্লিদের ঠিকমতো জায়গার সংস্থাপন করতে পারব না।

তবে আমাদেরকে ঈদগাহ মাঠটি আরো বৃদ্ধি করতে হবে। এজন্য আমরা চাই সরকারি বেসরকারি সকল ধরনের সহায়তা যেন প্রদান করা হয়।

তিনি বলেন এযাবত এতোবড় একটা ময়দানে আমরা সরকারি কোন অনুদান বা সহায়তা পাইনি। তবে আমরা আশা ব্যক্ত করছি যেহেতু নীলফামারী জেলার মধ্যে এটি একটি বৃহৎ ঈদগাঁ ময়দান পাশাপাশি পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মুসল্লীগণ ও এখানে এসে নামাজ আদায় করে তাই সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরকারি ভাবে যদি কোন প্রকার সহায়তা প্রদান করলে আমাদের এই ঈদগা ময়দানটি প্রশস্ত করন সহ আনুষাঙ্গিক সংস্কার কাজের সহায়তা হবে। প্রতিবছর অত্র এলাকাবাসীরা নিজ উদ্যোগে ময়দানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলেন ঈদের নামাজের জন্য।

এবিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মশিউর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, এই ঈদ সহ চারবার এই ঈদগা ময়দানে ঈদের নামাজ আদায় করলাম। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি এত বড় একটি মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে।

এছাড়াও মাঠের নিরাপত্তার জন্য আমার পক্ষ থেকে পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে তারা সুন্দর সুশৃংখলভাবে তাদের দ্বায়িত্ব পালন করবেন। পরিশেষে তিনি আরও বলেন, আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের মাধ্যমে এই ময়দানের বিষয়টি জানানোর চেষ্টা করব যাতে করে এই ঈদগাঁ মাঠটির বৃদ্ধি করন ও সংস্কারের কোনরকম সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category