মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে শিক্ষা, সেবা, মানবতা, ক্রীড়া, সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনে কাজ করে যাওয়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "সবার পাঠশালা"র কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটিতে আহমেদ আল সিহাবকে সভাপতি এবং প্রাণহরি রায় সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ মেয়াদে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) কার্য নির্বাহী কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৫/২৬ইং সালের ৩৯ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সকলের মতামতের ভিত্তিতে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী আহমেদ আল সিহাবকে সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণহরি রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন পদে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ৭জন নির্বাচিত হয়েছেন তারা হলেন রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের বর্ষা আক্তার, (পাবিপ্রবি) কৃষ্ণ কর্মকার, ঢাকা কলেজের শামীম হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পবিত্রী রায়, নীলফামারী সরকারি কলেজের ত্রিসন্ধ্যা রায়, (ইবি) অনিত্য রায়, এবং ( উত্তরণ নার্সিং কলেজের বিপর্ণা রায়।
সহ-সাধারণ সম্পাদক পদে শিমুলবাড়ী সরকারি কলেজের লিমন রায়,(বেরোবি) মুশতারি অর্জিতা, (উত্তরণ নার্সিং কলেজের ঊর্মি রায়। সাংগঠনিক সম্পাদক পদে তিতুমীর কলেজের সোহাগ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক (বেরোবি)র সজিব রায়, আল-কাদির (তিতুমীর কলেজ), প্রকাশ রায় (ডোমার সরকারি কলেজ), মনু রাম রায় (শিমুলবাড়ি সরকারি কলেজ), দিপক রায় (ছমির উদ্দিন কলেজ), সঞ্জয় রায় (নীলফামারী সরকারি কলেজ), রবি রায় (ডোমার সরকারি কলেজ), নির্মল রায় (শিমুলবাড়ি সরকারি কলেজ), মেহেদী হাসান (পঞ্চগড় এমআর কলেজ), ধীমান রায় (ফুলবাড়ি সরকারি কলেজ)।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে অর্থ সম্পাদক নরোত্তম রায় (হাবিপ্রবি), সহ-অর্থ সম্পাদক মিলন রায় (গোবিপ্রবি), দপ্তর সম্পাদক ইমন সরকার (বেরোবি), সহ-দপ্তর সম্পাদক সুচিত্রা রায় (শাবিপ্রবি), প্রচার সম্পাদক পারুল আক্তার (দিনাজপুর নার্সিং কলেজ), সহ-প্রচার সম্পাদক চম্পলতা রায় (রাবি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাঈম শাহরিয়ার (রাবি), সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর হাসান দিপু (বেরোবি), গ্রন্থাগার সম্পাদক তিয়াশা রায় (রাবি), সহ-গ্রন্থাগার সম্পাদক কনিকা রায় (রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ), সাহিত্য সম্পাদক জুঁই রায়, পাঠচক্র সম্পাদক জুবায়ের আহমেদ (রাবি), সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আক্তার স্বপ্নীল (নীমেক), সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রেষ্ঠা দাশ (কারমাইকেল কলেজ), পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জয়া লালা (দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট) ও স্বাস্থ্য সম্পাদক জিনাত জাহান জীন (রমেক)।
এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবার পাঠশালা কর্তৃক মনোনীত ২৯ জন ক্যাম্পাস প্রতিনিধি মনোনীত হয়েছেন তারা হলেন, সোহানুর ইসলাম সোহান (ঢাবি), অরজিৎ রায় (মাভাবিপ্রবি), মুক্তা (জবি), মোরসালিন আহমেদ সাকিব (বেরোবি), মানব (ঢাকা কলেজ), মিলন চন্দ্র (জাবি), আল-আমিন ইসলাম (চবি), মশিউর (বাকৃবি), আল আবিদ (কবি নজরুল সরকারি কলেজ), গোবিন্দ রায় (খুবি), মনিরুজ্জামান রশিদ (নোবিপ্রবি), মোজাহিদুল ইসলাম (চবি), আনাস নাঈম (যমেক), সাজ্জাদ হোসেন (খুবি), আহসান হাবিব (ঢাকা ডেন্টাল কলেজ), পারসানা জাহান মিতু (রাবি), মুন্নি রায় (ইডেন মহিলা কলেজ), নুজহাত তাবাসসুম মোহনা (হাবিপ্রবি), সামছুন্নাহার মুক্তা (জবি), মুশরাত জাহান (রাবি), মিঠুন রায় (জবি), মিজান আলী (ঢাবি), সিহাব (বেরোবি), রিফাত হাসান (সরকারি তিতুমীর কলেজ), শিবায়ন রায় (জাবি), সৈকত রায় (লায়ন্স স্কুল এন্ড কলেজ), উপদেশ রায় (ডোমার সরকারি কলেজ), বিপ্লব রায় (ডোমার সরকারি কলেজ) ও শান্ত কুমার রায় (মিরজাগঞ্জ মহাবিদ্যালয়)।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.