মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজে শিক্ষাবর্ষের মোট ৮৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান সহ ‘শিক্ষা সম্মেলন-২০২৫ ইং’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ১০টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংবর্ধনা প্রদান এবং শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সবার পাঠশালা’র সভাপতি জয় লালার সভাপতিত্বে সংবর্ধনা প্রদান ও শিক্ষা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
সবার পাঠশালার অন্যতম সদস্য পারুল আক্তারের সঞ্চালনায় শিক্ষা সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক শ্রী কৃষ্ণ অধিকারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমন, সবার পাঠশালার উপদেষ্টা শ্রী বকুল রায়,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ।
পরিশেষে বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কলেজের মোট ৮৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, ‘সবার পাঠশালা’ সংগঠনটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিগত ২০১৭ইং সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা,সেবা, মানবতা,খেলাধুলা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।