মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার থেকে চিলাহাটি যাওয়ার প্রধান সড়কের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় এলাকাবাসী রাস্তায় গাছের গুড়ি ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিলে ঘন্টাখানিক সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।
রবিবার(৬ই এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে এসময় বক্তব্য প্রদান করেন মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হামিদ, মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, নীলফামারী জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আনজারুল হক মিলন, ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোসলেম উদ্দিন শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু,
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারিফ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক শাহজাহান সরকার শাওন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম,তাঁতী দলের সভাপতি রাশেদ মান্নান, শ্রমিক দলের সভাপতি নাহিদ হাসান বিপ্লব,ছাত্রদল নেতা হেলাল ইসলাম, সজিব সরকার, হাফিজার রহমান প্রমুখ।
এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাধারণ জনগন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও নিয়মিতভাবে সড়কে পানি না দেওয়ার কারণে ঘন ধুলার সৃষ্টি হচ্ছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে, এই রাস্তার জরাজীর্ণতার কারণে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে, এবং শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পরছে। এই মানববন্ধন কর্মসূচি থেকে তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন আগামী এক মাসের মধ্যে যদি রাস্তা পুরোপুরি সংস্কার করা না হয় তাহলে এর চেয়েও আরো বৃহৎ কর্মসূচি গ্রহন করা হবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.