মাইদুল হাসান বিশেষ প্রতিনিধি: ফিলিস্তিনের গাঁজা উপাত্তাকায় ইহুদীবাদী ইসরায়েলের বর্বরচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।
গতকাল ৭ই মার্চ সোমবার সকালে জলঢাকার সর্বস্তরের জনতা, শিক্ষার্থী ও দলমত নির্বিশেষে আপামর জনতার উদ্দ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ড মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে ব্যানার, প্ল্যাকাড নিয়ে ইহুদীবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা। ছাত্র শিবির নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, ইতিহাসের বর্বরচিত নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনের গাঁজা উপাত্তাকার নিরহ মুসলমানদের উপর যে গণহত্যা শুরু করেছে ইসরায়েল তা ন্যাক্কারজনক।
আমরা এমন হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অনতিবিলম্বে ইসরায়েলকে গাঁজা প্রত্যাহার করার জন্য বিশ্বের সকল মুসলিম দেশ গুলোকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.