মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ বাংলা নববর্ষ ১৪৩২ বরণ ও উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতিমূলক সভায় এবারেও নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর কামাল, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, নাট্য সমিতি মঞ্চের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমূখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখ (১৪ই এপ্রিল) সকাল ১০টায় ডোমার বাজারস্ত শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন থেকে শুরু করে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব করার সিদ্ধান্ত প্রস্তুতিমূলক আলোচনা সভায় গৃহীত হয়।