মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ “মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৮ই এপ্রিল বিকেলে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে মির্জাগঞ্জ হাট সংলগ্ন সংগঠনের প্রধান কার্যালয়ে পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক কার্য নির্বাহী কমিটির সহ- সভাপতি হাফেজ মজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিস আলম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম মিরাজ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজ্জাক ইসলাম প্রমূখ।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এ বছরেও অর্ধ শতাধিক এসএসসি পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষার সামগ্রী বিতরণ করার পাশাপাশি পরিক্ষার্থীদের পরিক্ষা সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।