• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন |
Headline :
ডিমলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর

বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ২৪ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগিনা নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) এর সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে তিস্তা ভাঙ্গা বালুর বাধ পরিদর্শন করেছে ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তিস্তা নদীর চড়খড়িবাড়ী এলাকায় বাধ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির নেতাকর্মীরা। ভাঙ্গা বালুর বাধ সংস্কার অভাবে কি সমস্যা হতে পারে সে বিষয়ে স্থানীয়দের কথা শুনেন তারা।

এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, টেপাখড়ীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, টেপাখরী বাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী বসুনিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, “২০১৬ সালে স্বেচ্ছায় শ্রম দিয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে বালুর বাধ নির্মাণ করেন স্থানীয়রা। বাধের ফলে ২০ হাজার পরিবার ও হাজার হাজার একর ফসলের জমি বন্যার পানি থেকে রক্ষা পায়। কিন্তু বিগত কয়েক বছরের তিস্তার বন্যায় এই বাধের ব্যাপক ক্ষতি হয়। যার কারণে আসন্ন বর্ষা মৌসুমে কৃষকদের ফসলী জমি ও স্থানীয়দের বসত বাড়ী বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”
স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন,“৩ কিলোমিটার বাধের প্রায় ২ কিলোমিটার বাধ ভেঙ্গে গেছে। এটা সংস্কার অতি জরুরি। কিন্তু স্বেচ্ছায় আবারও আমাদের পক্ষে এই বাধ তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিষয়টি আমাদের নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মুঠোফোনে জানালে তিনি আজকে নেতাকর্মীদের পাঠায় এই বাধ পরিদর্শনে।”
শাহ আলম ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন,“তুহিন ভাই সব সময় তিস্তা পাড়ের মানুষের খোজ খবর রাখেন। তারই প্রমান আজকে আবারও পেলাম। বিএনপির নেতাদের পাঠিয়েছেন আমাদের খোজ খবর নিতে। আশা করি তিনি নিরাপদে দেশে ফিরে আবারও পুরোদমে তিস্তা পাড়ের মানুষের সেবায় নিয়োজিত হবেন।”
এসময় ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন,“ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা প্রকৌশলী দেশের বাইরে থাকলেও সব সময় তিনি আপনাদের খোজ রাখেন। আপনাদের দুঃখ দুর্দশা, সমস্যার সমাধান করার চেষ্টা করেন তিনি। আপনারা তুহিন ভাইকে এই বালুর বাধের কথা বলেছেন সেটি দেখতে আজকে আমাদের তিনি পাঠিয়েছেন। আশা করছি তিনি দ্রুত উচ্চ মহলের সাথে কথা বলে এই বাধ সংস্কারের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন,“আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বলে আপনাদের সকল দুঃখ দুর্দশার স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন তিনি।”


More News Of This Category