আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত উপজেলার পাঁচটি কেন্দ্রে চলে এ পরীক্ষা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায় এবারে মোট শিক্ষার্থী ৩হাজার ৯ শত ৩৬ জন। এর মধ্যে উপস্থিত ৩ হাজার ৮ শত ৫৭ জন ও অনুপস্থিত ছিলেন ৭৯ জন।
মূল পরীক্ষাকেন্দ্রগুলো হলো—
জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,
জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,
ছিটমীরগঞ্জ সালনগ্রাম কামিল মাদ্রাসা,
টেংগনমারী বালিকা উচ্চ বিদ্যালয়
এবং মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়।
জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আমিনুর রহমান, বি.এস.সি বলেন
“পরীক্ষার দিন সকালে আবহাওয়া প্রতিকূল থাকলেও শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও উপস্থিতি। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার সব প্রস্তুতি রেখেছিলাম এবং কোনরকম বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন
“মেয়েদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করেছে।”
ছিটমীরগঞ্জ সালনগ্রাম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বলেন,
“শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদ্রাসা কেন্দ্রে কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন এবং অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি সুন্দর পরীক্ষা আয়োজন করতে পেরেছি।”
থানা অফিসার ইনচার্জ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সকল পরীক্ষার্থীরা নিরাপদ ও মনোরম পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে, সে প্রচেষ্টাই আমাদের অব্যাহত ছিল।