মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ বৈরী আবহাওয়ার কারণে নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মোমবাতির আলো জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১০টায় সারাদেশের ন্যায় উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে পৃথক পৃথক দুইটি কেন্দ্রে পরীক্ষা শুরু হলেও, বৈরী আবহাওয়া কারনে পুরো আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে এর পাশাপাশি সকাল থেকেই বৈদ্যুতিক সমস্যার কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২শত ৭৪জন এরমধ্যে উপস্থিত ছিল ২শত ৭২জন এবং অনুপস্থিত ছিল ২জন। উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকায় পরীক্ষা কেন্দ্রের রুমগুলোতে আলোর তেমন ব্যাঘাত ঘটেনি শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
অপরদিকে চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫শত ৬২জন, এরমধ্যে উপস্থিত ছিল ৫শত ৪৮জন অনুপস্থিত ছিল ১৪ জন। চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ে নিজস্ব জেনারেটর ব্যবস্থা না থাকার কারণে সেখানে পরিক্ষার্থীরা মোমবাতি আলো জ্বালিয়ে পরিক্ষা দিয়েছিল। এতে করে পরীক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়েছে।