মাইদুল হাসান : দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাসহ নির্বিচারে শিশু বাচ্চাদের পাখির মত বোমে মেরে উড়িয়ে দেওয়ায় মানবাধিকার লংঘনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।
আসক ফাউন্ডেশনের নীলফামারী জেলা শাখা ও জলঢাকা উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে ১১ই এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে গিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা আতাউর বাড়ী আপেল, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন আওলাদ, শিক্ষক লাভলুর রহমান, নুরনবী রহমান, আশিকুর রহমান আশিক, আব্দুর রহিম, মহসিন আলী নাসির প্রমুখ।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে আসক ফাউন্ডেশনের মানবাধিকার কর্মী, গণমাধ্যমকর্মী, ঈমাম, মোয়াজ্জেম, ছাত্র শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
বক্তব্যে জেলা আসক ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউর বারী আপেল আগ্রাসী দখলদার ইসরায়েলকে মানবাধিকার লংঘন করার অভিযোগ তুলে বলেন, জাতির জঘন্যতম নির্মমতাকেও হার মানায় এ গণহত্যাযজ্ঞ্য।
সাধারণ সম্পাদক আল আমিন বলেন, দখলদার ইসরায়েল বার বার মানবাধিকার লংঘন করেছে। নিরহ ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে বর্বরচিত হামলা করা হচ্ছে তা বিশ্ব মানবতাকে হার মানায়। আমরা মনে করি এতে মানবাধিকার প্রত্যক্ষ ও পরক্ষ ভাবে লংঙ্ঘিত হয়েছে। তাই ইসরায়েলের উৎপাদিত পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ বাস্তবায়নসহ বয়কট করার আহবান জানিয়ে আল-আমিন বলেন, আমরা ইসরায়েলের এমন নিঃসঙ্গতা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহকে এই আগ্রহী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।