আবেদ আলীঃ গাজায় মুসলমানদের উপর ইসরাঈলী গণহত্যার বিরুদ্ধে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও যুব সংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক পরি দক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ের সমাবেশে মিলিত হন বিক্ষুব্ধকারীরা। এ সময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট হাকিম এনায়েতুর রহমান দুলাল, নীলফামারী জেলা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক আশরাফ আলী, জলঢাকা উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন, এবং আব্দুল আহাদ।
রায়হান বিন আব্দুর রহমান ও মাওলানা রবিউল ইসলাম সহ আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাখিব হাসান চাড়াও আতাউর বাড়ী আপেল, নূরনবী রহমান, হালিমুর রহমান, আব্দুর রহিম, লাভলু মাস্টার ও রোকনুজ্জামান আশিকুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে গাজায় মুসলমানদের উপর ইসরাইলী হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে, সকল ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।