• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন |
Headline :
FESTIVAL CARNAGE: At least 9 dead after car ploughs into crowd at street festival in Vancouver leaving ‘bodies everywhere নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান মিলনায়তনের ভোটগ্রহণ ফ্রিল্যান্সারদের আশার আলো-বাংলাদেশে পেপাল চালুর ইঙ্গিত চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা ভুক্তভোগী পরিবারকে ভয় ভীতি প্রদর্শন মামলা তুলে নিতে নানা প্রলোভন নীলফামারীতে সিএনজি ও অটো-রিক্সা চালক আন্দোলনের কমিটি গঠন সভাপতি রতন, সম্পাদক শামীম গোমনাতী ইউনিয়নে ধর্ষনের গুজবে অধ্যক্ষকে মারপিট, থানায় মামলা

জলঢাকার ধর্মপালে স্থানীয়দের অসচেতনতায় রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের ভোগান্তি চরমে 

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ৪৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: জলঢাকায় স্থানীয় বাসিন্দাদের অসচেতনতায় একদিনের বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়েছে।

জলাবদ্ধতার পাশেই মসজিদ, মাদ্রাসা ও কোচিং সেন্টার থাকায় স্কুলগামী শিক্ষার্থী পথচারীসহ জনসাধারণের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি ও দূর্ভোগ।

জলাবদ্ধতা নিরশন কল্পে স্থানীয় সূধী সমাজের ব্যক্তিবর্গরা উদ্দ্যোগ নিলে রাস্তার দুই ধারের বাসিন্দারা পানি নিষ্কাশনের জন্য জায়গা ছাড় দিতে অপারগতা প্রকাশ করার এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিনবট বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকার মুল রাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গতকাল ১৩ই এপ্রিল রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সচেতনতার অভাবে জলাবদ্ধতায় কি ভোগান্তি সৃষ্টি হয়।

আনোয়ার হোসেন জানান, একদিনের সামান্য বৃষ্টির পানিতে এই অবস্থা বর্ষা আসলে কি হবে।

পল্লব হোসেন বলেন, তহমিদার রহমান, বাবুল হোসেন, হাসান আলী, ফরিদুল ইসলাম ও আজিজুল ইসলাম গং রাস্তার একোয়ার সহ মাটি দিয়ে রাস্তার চেয়ে উচুঁ করে রেখেছে ফলে পানিটি বেড়িয়ে যাওয়ার রাস্তা নাই। এখন এই পানি পায়ে ধূয়ে মসজিদ, স্কুল, মাদ্রাসা ও পথচারীরা পারাপার হচ্ছে। নারী শিক্ষার্থীরা পরেছে সব চেয়ে চরম বিপাকে। আমরা স্থানীয় ভাবে পানি নিষ্কাশনের জন্য বললে, একজন আর একজনকে দেখায় দিচ্ছে। কিন্তূ কেউ আর রাস্তা থেকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করছে না। এ ব্যাপারে আমরা এলাকার সচেতন ব্যক্তিবর্গ আগামী কাল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করবো।

এ বিষয়ে ধর্মপাল ইউনিয়নের ৬নং ইউপি সদস্য কাশেম আলী জানান, স্থানীয় বাসিন্দাদের অসচেতনতায় এমনটি হয়েছে। রাস্তার চেয়ে বসতবাড়ি উচুঁ করায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে


More News Of This Category