বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিএনপির দলীয় কার্যালয় হতে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। নানা রঙের ব্যানার, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।শোভাযাত্রাটি চৌরঙ্গী মোড়ের অম্লান চত্বরে অবস্থান করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করে ।
শোভাযাত্রাটি পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় যুক্ত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেপু প্রমূখ।
এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন, “আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। বাংলা নববর্ষের এই উৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্য বহন করে। আমরা চাই সবাই মিলেমিশে এই ঐতিহ্যকে রক্ষা করি। রাজনীতি যেমন আছে, তেমনি সাংস্কৃতিক চেতনাও আমাদের পরিচয়ের বড় অংশ। এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সেই ঐক্য ও সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে চাই।”
সাধারন সম্পাদক জহুরুল আলম বলেন, “বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমরা সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছি, কারণ এটিই আমাদের জাতীয় চেতনার শক্ত ভিত্তি। বিএনপি সবসময় দেশের সংস্কৃতি ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দিপু সিদ্দিকী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালীউর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আজম,যুবনেতা আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মানিক রতন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।