মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা এবং পৌর বিএনপির নের্তৃবৃন্দরা।
রবিবার ১৩ই এপ্রিল বেলা ৩টা ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু তার বক্তব্যে বলেন, বিগত দিনে এমপি সাহেব হাতে লিখে দিতেন কে সভাপতি এবং কে সাধারণ সম্পাদক হবে। এই কারণে ডোমার ডিমলায় মেক্সিমাম আওয়ামী লীগের নেতারা আজকে দেখেন এতো বেশি টাকার মালিক হয়েছে। যা বিগত ১৫ বছর আগে দেখেন এদের অনেকেরই টিনের বাড়িঘরও ছিলনা। এই যে বাস্তবতা, এই সংবাদগুলো যদি আপনারা স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরেন তাহলে জনগণ কিছুটা বুঝবে এবং আওয়ামীলীগ সমন্ধে তাদের ধারণাটা আরও ভালো হবে। আর যদি আমাদের লোকজনও অন্যায় করে সেটাও লিখবেন এবং ন্যায়টাও লিখবেন। একটা তথ্য গেলে সেটা পর্যালোচনা করবেন।
পর্যালোচনা করে নিউজটা লিখলে আমরা খুশি হব। আপনাদের একটা নিউজের কারণে একজন নেতার অস্তিত্ব বিলিন হয়ে যায়, আবার একটা নিউজের কারণে একজন নেতা তার নেতৃত্বের উচ্চ শিখরে পৌঁছে যায়। তাই আপনারা সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আমরা আপনাদের সঙ্গী হিসেবে, ভাই হিসেবে, সাথী হিসেবে থাকতে চাই।
আমাদের ডোমার-ডিমলার উন্নয়নের কান্ডারী আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনাদের সাথে মতবিনিময় করার জন্য এবং আপনাদের সাথে কথা বলার জন্য। ডোমার-ডিমলায় তার যে উন্নয়ন কর্মকান্ড এগুলো যেন জনসম্মুখে ব্যাপকভাবে প্রচারিত হয়।