আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো: মোজাফ্ফর হোসেন। আজ বুধবার জোহরের নামাজ শেষে কলেজ মসজিদে তাঁর সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নবনিযুক্ত অধ্যক্ষ মো: মোজাফ্ফর হোসেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাঁর পূর্বে এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রভাষক সেলিমুর রহমান সেলিম।
নতুন অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজ পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।