মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী(৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার ১৮ই এপ্রিল রাত সাড়ে আটটায় দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এশিয়ান মহাসড়কের চৌরাস্তায় এই দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। এবং
আহতরা হলেন পাশ্ববর্তী ইউনিয়নের দেবীডুবা পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর আলী, অপরজন একই এলাকার অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তিনজনই রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম একই মোটরসাইকেলে করে মহান মে দিবস উপলক্ষে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণ করার উদ্দেশ্যে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষিরহাট চৌরাস্তায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এসময় জরুরী বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মেহের আলীকে মৃত ঘোষণা করেন।
এরমধ্যে মোজাফফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং আশিকুজ্জামান শামীম দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে দেবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বে নিয়োজিত চিকিৎসক ডাঃ ইফতেখারুল তৌহিদ নোমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে মেহের আলীর চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। অপরদিকে মোজাফফরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে রেফার করা হয়। দূর্ঘটনায়
নিহত মেহের আলী ও রংপুরে চিকিৎসাধীন মোজাফফর মাথায় গুরুতর আঘাত পান।
এবিষয়ে দেবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,
চিকিৎসক মৃত্যুর কারন নিশ্চিত করায় মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.