• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ২১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 51;

চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শনিবার (১৯ এপ্রিল) শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক এমপি এনকে আলম চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাধারন সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অ্যাড. আলফারুক আব্দুল লতিফ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, উত্তরা ইপিজেড থেকে মাত্র ৫ মিনিটের পথ টেক্সটাইল মিল। যেখানে অসংখ্য চীনা নাগরিক রয়েছে। নীলফামারী-সৈয়দপুর রোড সংলগ্ন নিষ্কণ্টক মনোরম পরিবেশে উপর্যুক্ত সরকারি পতিত ভূমি। চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য এই স্থানটি একদম উপর্যুক্ত। কারণ সৈয়দপুর বিমানবন্দর থেকে এর দূরত্ব মাত্র ১০ মিনিটের পথ, দারোয়ানী রেলস্টেশন থেকে ৫ মিনিটের পথ। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর সঙ্গে সহজসাধ্য যোগাযোগ ব্যবস্থা। তাই আমাদের দাবি উত্তরের এই অবহেলিত জেলা নীলফামারীতে চীনের উপহারের দেওয়া এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করা হোক।

এসময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা কৃষক দলের দলের সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক আনিসুর রহমান আজাদ, সদস্য মামুনুর রশিদ পাটোয়ারী, ছাত্র সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার, ইসমাঈল হোসেন,আখতারুজ্জামান আক্তার, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা আহবায়ক সাইমুন সাকিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


More News Of This Category