নীলফামারীতে মেধাবী ১২জন শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি-২০২৪ প্রদান করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্ম-সচিব মো. রায়হান আখতার।
আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের বানিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহেদুল ইসলাম দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বক্তৃতা দেন। এতে সভাপতিত্ব করেন ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সঞ্চালনা করেন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলফিকার আলী।
এসময় বক্তারা বলেন, এ ধরণের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। বক্তারা আবু ছাইদার রহমানের শিক্ষা ও মানবসেবামূলক অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
এসময় রামগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, টুপামারী ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.