• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন |
Headline :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের দেশে আগমনে উচ্ছ্বসিত নীলফামারীবাসী জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আবু ছাইদার রহমান স্বারক বৃত্তি প্রদান নবগঠিত নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা আওয়ামিলীগ সরকার দেশকে সোনার বাংলা করতে গিয়ে শ্মশান বাংলায় পরিনত করেছে : ডা. শফিকুর রহমান চীনের হাসপাতাল নীলফামারীতে করার দাবিতে মানববন্ধন পেশিশক্তির নির্বাচন দেখতে চায় না জনগন: ডা. শফিকুর রহমান সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জলঢাকায় জামায়াতের জনসভায় দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই জানালেন – ডা.শফিকুর রহমান

আবেদ আলী / ১০ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

আবেদ আলী : বাংলাদশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হউক, এটা আমাদর অধিকার। আমরা প্রয়াজনে উনয়ন কর্মসূচী হাতে নিবো, অবকাঠামো তৈরি করা হয়ে। এখানে কারা নাক গলানা সুযাগ নই। আমরা কারা ব্যাপার নাক গলাই না।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টডিয়াম মাঠে বাংলাদশ জামায়াত ইসলামী জলঢাকা শাখার উদ্যাগ আয়াজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান আরো বলেছেন ফ্যাসিবাদ আওয়ামী লীগর নির্মম নির্যাতনের শিকার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারর ভিতরে রয়েছে। তাকে দ্রুত মুক্তি দিয় জনগনর মাঝে ফিরিয়ে দিতে চাই।

এরকম নিরাপরাধ মানুষগুলাকে যারা দোষী সাজিয়েছিলেন, আল্লাহ তায়ালার তরফ থেকে তার বিচার হয়েছে। হাসিনা সরকার হাজারা মাষের বুক খালি করেছে, হাজারা বান বিধবা হয়েছে। অনেক সন্তানকে এতিম বানিয়েছে। তারা আয়না ঘর তৈরি করে মানুষর উপর নির্মম নির্যাতন চালিয়ছিল। তাদের শাসনামলে মানুষক সুশাসন পায় নাই।

তারা সানার বাংলা বানানার শ্লাগান দিয় এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। মানুষর কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদী মানুষর উপর জুলুমর অত্যাচার করা হয়েছে।
এই সাড় ১৫ বছর তারা খুন গুম ধর্ষন ও নুন্ঠনের মহা রাজত্ব কায়ম করছিল। ডা. শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল জামায়াত ইসলামীর উপর।

রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেয়ার জন্য জামায়াত ইসলামীক দল নয়। তারা জামায়াতর ১১জন দায়িত্বশীল নেতাক জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যম দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
৫ জনকে অন্যায় ভাবে ফাসি দিয়েছে। মাওলানা দেলোয়ার হোসাঈন সাঈদী সহ অন্যান্যদের জেলের ভিতরে মত্যু দন্ড দিয়েছে।

আমরা এসব হত্যার বিচার চাই। ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার এই জামায়াতের নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাসিতে ঝুলিয়েছে। আমরা জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। আমরা প্রয়াজনীয় সংস্কার ও জুলাই হত্যাকান্ডের বিচারের পর নির্বাচন চাই। আগে এ দুটা হবে তার পর নির্বাচন।
এদুটা ছাড়া জনগণ কখনই নির্বাচন মেনে নিবে না।
মানুষ ফ্যাসিস্ট সরকারের মতা আর কানো নির্বাচন দেখতে চায় না।

জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মাখলছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মায়াম্মার আল হাসানের সঞ্চালনায় জনসভায় বিশষ অতিথি হিসেবে বক্ততা করেন বাংলাদশ জামায়াত ইসলামীর সহকারী সক্রটারী জেনারেল মাওলানা আবদুল হালিম,
কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য আব্দুর রশীদ, নীলফামারী জেলা জামায়াতর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও জেলা জামায়াতর মজলিস শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

অন্যদের মধ্যে বক্তব্য করেন জেলা জামায়াতর নায়েবে আমীর ড.খায়রুল আনাম, জেলা সেক্রটারী আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হাসন, মনিরুজ্জামান, জলঢাকা উপজলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, ডামার উপজলা আমীর খদকার আহমুদুল হক মানিক, ডিমলা আমীর মজিবুর রহমান, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাজমুল হাসান। এসময় অন্যদর মধ্য উপস্তি ছিলেন কেদ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সহকারী সক্রটারী প্রভাষক আনোয়ারুল ইসলাম ও আব্দুল কাদিম প্রমূখ।


More News Of This Category