জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার :নীলফামারীর কিশোরগঞ্জে নববিবাহিতা স্ত্রী বাড়িতে না আসায় ও প্রেমিকা অন্যত্র বিয়ে করায় পৃথকস্থানে দুই যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ও বুধবার সন্ধায় তারা নিজ-নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। নিহতরা হলেন, উত্তর চাঁদখানা মুন্সিপাড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে খায়রুল ইসলাম (২৩) ও গাড়াগ্রাম দোলারপাড়া গ্রামের ছদো মিয়ার ছেলে সুমন ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, পারিবারিকভাবে ৩ মাস আগে খাইরুলের বিয়ে হয়। নববিবাহিতা স্ত্রী তার বাপের বাড়ি বেড়াতে যায়। বুধবার বিকালে স্ত্রীকে বাড়িতে আসার জন্য মোবাইলে খবর দেয়। তার স্ত্রী আসতে রাজি না হলে সন্ধ্যায় নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
এদিকে বুধবার রাতে সুমনের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়। এ খবর জানতে পেরে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.