আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার: নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ডিমলা ও জলঢাকা উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাব এর সদস্যদের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জলঢাকা স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে ডিমলা অফিসার্স ক্লাব এবং জলঢাকা অফিসার্স ক্লাব এর সদস্যরা খেলায় অংশগ্রহণ করেন।
দুই উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাব এর সদস্যরা খেলায় অংশ নিয়ে মাঠে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা উপস্থাপন করেন। খেলায় ডিমলা উপজেলা প্রশাসন ২-১ গোলে জলঢাকা উপজেলা প্রশাসনকে পরাজিত করে বিজয়ী হয়। মাঠে উপস্থিত দর্শকরা উল্লাসিত হয়ে খেলাটি উপভোগ করেন এবং দুই দলের সদস্যদের দক্ষতা এবং খেলার মানের প্রশংসা করেন।
খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি বিজয়ী দলের প্রতিনিধিত্বকারী ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার হাতে তুলে দেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জাইদ ইমরুল মোজাক্কিন। এ সময় উভয় নির্বাহী কর্মকর্তা খেলোয়াড়দের সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন এবং এমন আয়োজনে সকলের মিলিত হয়ে একত্রে খেলতে পারাকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুই উপজেলা প্রশাসনের সকল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, যারা খেলায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতার সফল বাস্তবায়নে ভূমিকা রাখেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.