• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন |
Headline :
নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান মিলনায়তনের ভোটগ্রহণ ফ্রিল্যান্সারদের আশার আলো-বাংলাদেশে পেপাল চালুর ইঙ্গিত চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা ভুক্তভোগী পরিবারকে ভয় ভীতি প্রদর্শন মামলা তুলে নিতে নানা প্রলোভন নীলফামারীতে সিএনজি ও অটো-রিক্সা চালক আন্দোলনের কমিটি গঠন সভাপতি রতন, সম্পাদক শামীম গোমনাতী ইউনিয়নে ধর্ষনের গুজবে অধ্যক্ষকে মারপিট, থানায় মামলা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

ডোমারে উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান মিলনায়তনের ভোটগ্রহণ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৭ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থাগার হিসেবে খ্যাত নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’-এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৫ইং নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

শনিবার (২৬শে এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পাঠাগারের নিজস্ব ভবন কার্যালয়ে ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
ত্রি- বার্ষিক নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।

ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটকেন্দ্র পর্যবেক্ষন এবং ভোটগ্রহণের কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সম্পাদক সহ মোট ১৭টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন। এদের মধ্যে, সভাপতি পদে আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা এবং গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন। এই তিন পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পূর্বের কার্যনির্বাহী পরিষদের সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক আনজারুল হক।

সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ২ জন তারা হলেন ডাঃ ফিরোজ আলম চিনু ও সাবেক কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরন-নবী।

সহ-সভাপতি পদ ২টি এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন প্রার্থী, তারা হলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক। ‘সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন এরা হলেন গোলাম কুদ্দুছ আইয়ুব ও সমকাল প্রতিনিধি রওশন রশীদ।

অপরদিকে ক্রীড়া সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দী মোজাম্মেল হক মানিক এবং রাশেদ মাহমুদ উজ্জ্বল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন প্রার্থী আল-আমিন রহমান এবং জাহাঙ্গীর আলম। মহিলা সম্পাদিকা পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে ডেইজি নাজনীন মাশরাফি নীনা তিনি প্রত্যাহার করায় ২ জন প্রার্থী রয়েছেন তারা হলেন নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী এবং লাইলী বানু লিলি।

উক্ত নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ ৬টি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন প্রার্থী। প্রার্থীরা হলেন শ্রী অমিত কুমার দাস নয়ন, আলহাজ্ব জহিরুল হাসান দিপু, বায়েজিদ হোসেন জুয়েল, রইসুল হক সাচ্চু, সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সফিয়ার রহমান রতন, হাফিজুর রহমান এবং হামিদুর রহমান।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে মোট ৩৪৭ জন আজীবন সদস্য ভোটার হিসাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন।

উল্লেখ্য যে গত মেয়াদে ঐতিহ্যবাহী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতির দ্বায়িত্ব পালন করেছিলেন আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সাধারণ সম্পাদক আনজারুল হক, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরন-নবী, সহ-সভাপতি আখতারুজ্জামান সুমন ও মোজাফফর আলী, সহ-সাধারণ সম্পাদক রওশন রশীদ, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল-আমিন রহমান দায়িত্বপালন করেন।

প্রসঙ্গত, ১৯৫০ সালে শিক্ষা ও জ্ঞান চর্চার তাগিদে ডোমারে প্রতিষ্ঠিত হয়েছিল ‘জিন্নাহ মেমোরিয়াল হল’। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতী দেওয়া ডোমারের দুই কৃতি সন্তান শহীদ আনজারুল হক ধীরাজ ও শহীদ মিজানুর রহমান মিজানের নামানুসারে ‘শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন’ হিসেবে অদ্যাবধি প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনটি উত্তর জনপদের ‘আলোকবর্তিকা’ হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে।


More News Of This Category