• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন |
Headline :
নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান মিলনায়তনের ভোটগ্রহণ ফ্রিল্যান্সারদের আশার আলো-বাংলাদেশে পেপাল চালুর ইঙ্গিত চিলাহাটিতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সিআইডির মাধ্যমে পরিচয় সনাক্ত জলঢাকায় উপজেলা প্রশাসনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে দুই যুবকের আত্মহত্যা ভুক্তভোগী পরিবারকে ভয় ভীতি প্রদর্শন মামলা তুলে নিতে নানা প্রলোভন নীলফামারীতে সিএনজি ও অটো-রিক্সা চালক আন্দোলনের কমিটি গঠন সভাপতি রতন, সম্পাদক শামীম গোমনাতী ইউনিয়নে ধর্ষনের গুজবে অধ্যক্ষকে মারপিট, থানায় মামলা ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর নীলফামারী জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“প্রাথমিক শিক্ষাই হচ্ছে জীবনের ভিত্তি। শিশুরা যদি প্রাথমিক পর্যায়ে সুশিক্ষা পায়, তাহলে তারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বড় ভূমিকা রাখবে।”
এসময় জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী, নুরুজ্জামান, মোতাহার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল জানান,“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মধ্যে রয়েছে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং। উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। আগামী ২৯ এপ্রিল রংপুর পিটিআইতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।”


More News Of This Category