‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিনটি উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য র্যালী জেলা আদালত চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর পুনরায় ফিরে এসে আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী, জেলা আদালতের জি.পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার।
এসময় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়, মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা কওে লিগ্যাল এইড। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।
জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার জানান,‘লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিক সহ মোট ৪ হাজার ১২৮টি মামলা ও মিমাংসার আবেদন পড়ে। এরমধ্যে ১ হাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।’
#
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.