মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ "শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এবং ২নং কেতকীবাড়ী ইউনিয়নে বিএনপি জামায়াতে ইসলামী পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেছে।
বৃহস্পতিবার ১লা মে সকাল সাড়ে ১১ টায় যথাযথ মর্যাদার সাথে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে একটি র্যালী বের হলে এতে মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, কুলি মুজুর ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, অটো বাইক শ্রমিক ইউনিয়ন, ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেল শ্রমিক ইউনিয়নসহ সকল অঙ্গ সংগঠনের অংশগ্রহণে র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলো মাঠের সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা রেজোয়ানুল করিম সাজি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়ন চিলাহাটি শাখার সভাপতি লতিফুর হায়দার সবু , ইমরান আলি রিমুন সভাপতি স্বেচ্ছাসেবক দল কেতকীবাড়ী ইউনিয়ন ,সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ভোগডাবুরী ইউনিয়ন, ভোগডাবুড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু ওয়াজেদ জার্মান, সদস্য সচিব ওবায়দুর রহমান জবা, ভোগডাবুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোগডাবুরী ইউনিয়ন শাখা আয়োজিত আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষদের নিয়ে চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা হতে একটা র্যালী শহর প্রদক্ষিণ করে নাদিয়াতুল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোগডাবুরী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সেক্রেটারি মাওলানা রবিউল আলম, উপজেলা শাখার শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সোহেল রানা, ভোগডাবুরী ইউনিয়নের আমির মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি গাজী মোতালেব হোসেন, কেতকী বাড়ি ইউনিয়নের আমির রাইসুল ইসলাম, ভোগডাবুড়ি ইউনিয়ন পেশা জীবি ইউনিটের সভাপতি গোলাম আযম, ওলামা বিভাগের সভাপতি,হাফেজ ওয়াহিদুজ্জামান ফারুক, বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.