সমাবেশে বক্তৃতা দেন জেলা কৃষক দলের আহবায়ক মগনী মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল,জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন,ডোমার উপজেলা কৃষক দলের সভাপতি এ এস এম গোলাপ হোসেন, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুজ্জামান নুরু, কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, পৌর সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, , ,সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা তুহিনের নামে করা মামলাগুলো উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে জেল হাজতে প্রেরনের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।
প্রসঙ্গত,১/১১ তত্বাবধায়ক সরকারের করা একাধিক মামলায় তুহিনকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর তিনি সম্প্রতি দেশে ফিরে রাজধানীর গুলশানের বাসভবনে উঠেন। আইনপ্রতি শ্রদ্ধা রেখে আদালতে এক মামলায় আÍসমর্পণ করলে তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তুহিনের মাতা সেলিনা ইসলাম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন। সে হিসাবে তুহিন খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
#